• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানীর কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার মো. এনায়েত বিশ্বাস ওরফে লেবু বিশ্বাসের ছেলে মোহাম্মদ রুবেল বিশ্বাস (২৮) এবং সাতক্ষীরার শ্যামনগরের বুরুলিয়া এলাকার মোহাম্মদ লতিফের ছেলে মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাদক চক্র ঢাকা আসছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন এলাকায় ওঁৎপেতে থাকে। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নিউটাউন এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ