নেত্রকোনার কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবরিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল এলাকার তিন রাস্তা মোড় এলাকা থেকে তাদের মাদকসহ আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম বৈঠাখালি গ্রামের শাহালমের ছেলে মো. খাইরুল (২২), একই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে সুমন ইসলাম (২৩) ও মানিক মিয়ার ছেলে মো. মনির (২১)।
পুলিশ জানায়, শনিবার ভোরে কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে একটি গাড়িতে করে মাদক নিয়ে আসছে কারবরিরা— এমন গোপন খবরে কলমাকান্দা থানার ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশে একটি দল বরদল তিন রাস্তা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটি তল্লাশি চালায়। পরে নীল রঙয়ের নম্বরবিহীন এক পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপের পেছনে ফলের ক্যারেটে অভিনব কায়দায় লুকানো ১৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এরপর পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়।
ওসি আবুল কালাম বলেন, আটকরা বিশেষ কায়দায় মাদক পাচার করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।