• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

আধা সেদ্ধ তেলাপিয়া খেয়ে ৪ অঙ্গ হারালেন নারী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
লরা ও তেলাপিয়া মাছ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী তার শরীরের চারটি অঙ্গ হারিয়েছেন। আধা সেদ্ধ তেলাপিয়া মাছ খাওয়ার ফলে ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়া লরা বারাজাস (৪০) নামে এই মার্কিন নারীর শরীরের চারটি অঙ্গ কেটে ফেলা হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

লরা বারাজাসে বন্ধু মেসিনা জানান, বারজাস হাসপাতালে এক মাসেরও বেশি থাকার পর গত বুধবার তার চারটি অঙ্গ কেটে ফেলা হয়। ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় আক্রন্ত হন তিনি।

বারাজাসের বন্ধু আনা মেসিনা জানান, এটি আমাদের সবার জন্য সত্যিই কঠিন ও ভয়ানক ছিল। এটি আমাদের কারো সঙ্গেই হতে পারত। সান জোসের একটি স্থানীয় বাজার থেকে মাছ কিনেছিলেন। সেই মাছ বাড়িতে নিজের জন্য রান্না করেছিলেন। সেই মাছ খেয়ে বারজাস অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় জীবন হারিয়েই ফেলেছিলেন। শুধুমাত্র শ্বাসযন্ত্রে বেঁচে ছিলেন।

মেসিনা আরও জানান, বারাজাস হাসাপাতালে কোমায় ছিলেন। তার আঙ্গুল, পা এবং নিচের ঠোঁট কালো ছিল। সে সম্পূর্ণ বিষক্রিয়ায় ছিল এবং তাঁর কিডনি অকার্যকর হয়েছে। বারাজাস ভিব্রিও ভালনিফিকাস সংক্রামিত হয়েছেন। এটি একটি মারাত্মক ব্যাকটেরিয়া, যা সাধারণত কাঁচা সামুদ্রিক খাবার এবং সমুদ্রের জলে পাওয়া যায়।

ইউসিএসএফ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নাতাশা স্পোটিসউড জানান, দুইভাবে এ ধরনের ব্যাকটেরিয়ায় সংক্রমিত হতে পারেন তিনি। প্রথমত, দূষিত কিছু খাওয়ার খেয়ে, অরেকটি হলো কাটা বা ট্যাটুর মাধ্যমে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ