• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: হানিফ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য আলাদা ভিসানীতি সম্মানজনক নয়। মার্কিন ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, ভিসানীতি দ্বারা একটি স্বাধীন দেশকে অপমানিত করা হচ্ছে। অন্তরালে কোনো ষড়যন্ত্র করলে বাংলার মানুষ তা মেনে নেবে না। এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ। শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হানিফ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। বিএনপির তা পছন্দ হচ্ছে না। কিন্তু তাদের অপকর্মের কারণে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ পেছনে ফিরতে চায় না, এগিয়ে যেতে চায়।’

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিফা আয়শা খান এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ