বগুড়ায় এক মাদকসেবীর ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের ম্যানেজার নাজমুল হক মাসুদ (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) ভোর ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৬ অক্টোবর) রাতে দিনাজপুরে তিনি ছুরিকাহত হন।
নিহত মাসুদ বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়া প্রাইমারি স্কুল লেনের মরহুম মুঞ্জুরুলের ছেলে।
বগুড়া শহরের মালগ্রাম এলাকার মাদক নিরাময় কেন্দ্র সুপথ প্লাসের পরিচালক আল আমিন সৈকত বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর শহরের ছেত্রীপাড়ায় মিনহাজ নামে মাদকাসক্ত এক রোগীকে চিকিৎসা দেয়ার জন্য আনতে যান তার প্রতিষ্ঠানের ম্যানেজার নাজমুল হক মাসুদ ও অন্য কর্মীরা। সেখানের একটি বাড়ি থেকে মাদকাসক্ত মিনহাজকে আনার সময় ওই তিনি মাসুদের পেটে ছুরিকাঘাত করেন। একই সাথে মাসুম নামে আরো এক কর্মীকেও ছুরিকাঘাত করেন তিনি। এতে মাসুদ গুরুতর আহত হন। তাদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, ময়নাতদন্তের পর শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এসআই।