নড়াইল, যশোর ও ঝিনাইদহ ডিসি অফিসে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রায়হান আলী ওরফে শওকত হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি ল্যাপটপ, তিনটি করে মোবাইল ফোন ও পেনড্রাইভ, পাঁচটি ভুয়া নিয়োগপত্র, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামে নয়টি সিল, নয়টি স্ট্যাম্প, একটি ব্যাংক চেক, বিভিন্ন ব্যক্তির ১১টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হযেছে।
শুক্রবার তাকে গ্রেপ্তার করা হলেও শনিবার নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সাদিরা খাতুন।
রায়হান যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা।
ভূক্তভোগি কালিয়া উপজেলার বনগ্রামের আরিফুল মুন্সী জানান, রায়হান আলী ওরফে শওকত হোসেন অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। কিছু দিন পর প্রতারণার বিষয়টি বুঝতে পারে তিনি।
পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, রায়হান আলী ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ‘অফিস সহায়ক’ পদে
চাকরির কথা বলে লাখ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পর্যন্ত পাঁচ যুবকের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী এক যুবকের মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।