• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর: শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
ছবি সংবাদ সংযোগ: পূজা কমিটির হাতে আর্থিক অনুদান হস্তান্তর করছেন

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করছেন, শাহাজাদী আলম লিপি
২৩ অক্টোবর সোমবার বিকেল থেকে গভীর রাত্র পযর্ন্ত বগুড়া-১ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন, দর্শনার্থী-দুর্গাপূজা কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন পুজা মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন ও পরিদর্শনকালে শাহাজাদী আলম লিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, সকলকে ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া আওয়ামী লীগ সরকারের কাজ। সরকার তা দিয়ে আসছে এবং আগামীতেও দিবে।

সংবাদ সংযোগ ছবি ২: উপজেলার অন্য আরকটি পূজা কমিটির হাতে আর্থিক অনুদান হস্তান্তর করছেন

আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করবেন। এসময় উপস্থিত ছিলেন,কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম,হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইফাজ উদ্দিন প্রামানিক,ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ছামছুল হক বাবলু, ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড সহ-সভাপতি ও মেম্বার মোঃ রুবেল প্রামানিক, সারিয়াকান্দি পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক,বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমন,ছাএলীগ সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাসিম হাসানসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ