ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজরি এলাকায় বুধবার সন্ধ্যায় র্যাব-১এর একটি দল ১টি পিস্তল,দুই রাউন্ড গুলিসহ জালাল উদ্দিন কারীর পুত্র খলিলুর রহমান (৩০)কে আটক করে। থানা সূত্রে জানাযায়,র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিডস্টোর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ খলিলুর রহমান নামে এক যুবককে আটক করে গাজীপুর ক্যাম্পে নিয়ে যায়। পরে রাতেই আটককৃত খলিলকে ভালুকা মডেল থানায় অস্ত্র ও গুলি সহ হস্তান্তর করে। এ ঘটনায় র্যাব সদস্য এস,আই মনোয়ার হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত খলিলের বাড়ি হবিরবাড়ীর জীবনতলা এলাকায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান আটককৃত যুবককে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।