• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার ৮ম দিনের মত ফের বিক্ষোভ- আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনের কারণে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবি, নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে। বিদ্যমান মজুরিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বাড়ানোর দাবিতে টানা ৮ম দিনের মতো গাজীপুরে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিন সকাল ৮টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এছাড়া তেলিপাড়া এলাকায় একই দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নাওজোড় এলাকায় বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা চান্দনা চৌরাস্তায় একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া তেলিপাড়া এলাকায় আন্দোলন করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের মুখে নাওজোড়, ইটাহাটা, তিনসড়ক, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি সহ আশেপাশের এলাকায় বিভিন্ন কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ