• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আব্দুল ওহাব (৪০)। শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় তার আরেক বন্ধু লাভলু মিয়া (৩৯) গুরুতর আহত হয়েছেন।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব একই উপজেলার বিশালপুর ইউনিয়নের দুবলাই গ্রামের হযরত আলীর ছেলে। আহত লাভলু মিয়াও একই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাদির হোসের জানান, ভবানীপুর বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন তারা। পথিমধ্যে আঞ্চলিক সড়কের ভবানীপুর বাজার এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েই ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ওহাব মারা যান। এছাড়া আহত লাভলু মিয়ার অবস্থাও গুরুতর বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক আজমগীর হোসেন জানান ঘটনাটি শুনেছি। এই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ