গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়েছে ৫-৭ জন যুবক। সোমবার ভোর সাড়ে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর দোকানপাড় এলাকায় বাসে অগ্নিসংযোগ ঘটানো হয়।
বাসচালক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টায় মায়ের দোয়া নামের একটি গার্মেন্টস শ্রমিক বহনকারী বাস উপজেলার মাটিকাটা এলাকা থেকে কোনাবাড়ী এলাকা থেকে শ্রমিক আনার উদ্দেশে বের হয়। এ সময় সফিপুর দোকানপাড় এলাকায় এসে পৌঁছানো মাত্রই ৫ থেকে ৭ জন যুবক লাফিয়ে বাসটিতে উঠে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসচালক হাবিবুর রহমান বলেন, ভোরবেলায় ৫-৭ জন যুবক বাসটিতে লাফিয়ে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।