• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

জামালপুরে দুই কারাবন্দির মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

জামালপুর জেলা কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই করাবন্দির মৃত্যু হয়।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামী শাহীন ফকির সোমবার গভীর রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন ধরে কারাগারে বন্দি ছিল।

অপরদিকে জামালপুরের মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। মৃত দুই আসামির ময়নাতদন্ত শেষে আজই তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান কারাগারের জেলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ