পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহাজাদী আলম লিপি বলেছেন আমার সবচেয়ে দুর্বল জায়গা, আমি গরীব অসহায় মানুষকে ভালোবাসি। এছাড়া মানুষের জন্য কিছু করতে পেরে এমনিতে ভালো লাগে।
গতকাল মঙ্গলবার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
লিপি বলেন, আমি এই এলাকার মেয়ে, কারো ভাবি, কারো বোন, কারো খালা এভাবে সবাই আমার আত্মার আত্বীয়। গ্রামের মানুষের কষ্টের কথা বুঝি, এই এলাকার মেয়ে হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট আমাকে পীড়া দেয়। আমি বড় পরিবারের সন্তান নই। আমি আপনাদের কল্যাণে কাজ করব। আশা করি সবাই আমাকে বিশ্বাস করবেন। এই জীবনে চাওয়া-পাওয়ার কিছু নাই,শুধু মানুষের জন্য কাজ করতে চাই।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দবির হোসেন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতোয়ার রহমান গেদা, অত্র এলাকার মোঃ এনামুল হক, মেম্বার মোঃ রেজাউল করিম,মোঃ রফিকুল,মোঃ বুলবুল,মোঃ সোহাগ,মাসুদ,খোর্দ্দবলাইল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মোমিন, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম রব্বানী, যুবলীগ নেতা রেজাউল করিম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমন,ছাএলীগ সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাসিম হাসানসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।