• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

অটোরিকশা থামিয়ে পেট্রল ঢেলে আগুন অবরোধ সমর্থকদের,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

পাভেল মিয়া,  (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ায় অবরোধ সমর্থনে পিকেটাররা সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। ককটেলের আঘাতে চালক রফিকুল ইসলাম সামান্য আহত হয়েছেন।

বুধবার সকালে সদরের বারপুর ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক রফিকুল ইসলাম জানান, তিনি বুধবার বেলা সাড়ে ১০টার দিকে সদরের তিনামাথা থেকে খালি অটো নিয়ে বারপুরের দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় পৌঁছলে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত এসে তার গাড়ি থামাতে বাধ্য করে। তারা ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ভাংচুর করে পেট্রল ঢেলে তার অটো রিকশায় আগুন দেয়। পরে পুলিশ ও পথচারীরা এসে আগুন নিভিয়ে ফেলে। ককটেলের আঘাতে চালক তার ডান হাতের কবজির ওপর জখম হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কার কি ক্ষতি করেছেন যে তার আয়ের একমাত্র মাধ্যম অটোরিকশা জ্বালিয়ে দিল। পিকেটাররা তার পেটে লাথি দিয়েছে। এখন কিভাবে সংসার চালাবেন? তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ