• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

মানুষ পুড়িয়ে, গাড়ি জ্বালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ২০২৪ সালে জানুয়ারি মাসে নির্বাচন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মানুষ পুড়িয়ে, গাড়ি জ্বালিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা কোনো দিন সফল হবে না। বিএনপি-জামায়াতের গণতন্ত্র হচ্ছে- দেশকে জ্বালিয়ে, পুড়িয়ে ছারখার করা। এরা সব সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়েছিল, এখনও ষড়যন্ত্রের মধ্যেই আছে।

আজ রোববার বিকেলে শেরপুরের নকলা উপজেলার চরমধুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশ এত উন্নত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার হাতে যতদিন দেশের নেতৃত্ব থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ দিন উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও সমমান দাখিল মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪ হাজার ৩০০ শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া ঐচ্ছিক তহবিল থেকে ৫০টি কবরস্থান ও শ্মশান কমিটিকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এর আগে সকালে নালিতাবাড়ি উপজেলার ৫ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে প্রণোদনার টাকা বিতরণ করেন সংসদ উপনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ