• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরের পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্ভর) সকালে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান জাহিদকে দেশীয় ধারালো অস্ত্র ছুরি ও হাঁসুয়া দিয়ে তার হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।

এ ঘটনায় গুরুতর আহত ইউপি চেয়ারম্যান জাহিদকে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। হামলার শিকার ইউপি চেয়ারম্যান জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে। তবে কী কারণে এই হামলা হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।

পারইল ইউপি সচিব তরিকুল জানান, পরিষদে চেয়ারম্যানের কক্ষে সেবাপ্রত্যাশীদের সেবা দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান জাহিদ। এ সময় মাস্ক পরে ৬-৭ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদে ঢোকেন। তাদের মধ্যে ২ ব্যক্তি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে তারা চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান জাহিদকে পাইপ দিয়ে মারধর করাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তারা পালিয়ে যায়। হামলাকারী দুর্বৃত্তরা মাস্ক পরে থাকায় তাদের চেনা যায়নি।

ইউপি সচিব আরও বলেন, চেয়ারম্যান জাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ইউপি চেয়ারম্যান জাহিদের ওপর হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ