পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শীর্ষে রয়েছেন বগুড়া-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহাজাদী আলম লিপি। বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপির নাম সর্বস্থলের জনসাধারণের মুখে মুখে। দীর্ঘদিন ধরে জোরেশোরেই মাঠে-ঘাটে প্রচারণা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে পরিচিতি পৌঁছে গেছে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে। এলাকার আপামর জনতাও তার প্রশংসায় পঞ্চমুখ। তাকে বগুড়া-১ আসন থেকে নৌকার টিকিট দেওয়া হলে বিজয়ের পথ সহজতর হবে বলে রাজনৈতিক অভিজ্ঞমহল ও জনসাধারণের অভিমত।
এদিকে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ননের প্রতিটি এলাকায় তিনি প্রতিদিন জনসংযোগ ও প্রচার-প্রচারণা করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে করছেন মতবিনিময়। তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক। গতকাল রবিবার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পারতিতপড়ল মন্ডলবাড়ী স্থানীয়দের আয়োজনে নির্বাচনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল খলেক মন্ডল।
এসময় মাজহারুল ইসলাম মুনজুর, সাবেক ইউপি সদস্য আব্দুল বাকী মন্ডল,জাহিদুল আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মন্ডল, সমাজ সেবিকা ডেইজি বেগম প্রমুখ।
সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদী আলম লিপির কাছে জানতে চাইলে সংবাদ সংযোগকে বলেন, এ আসন থেকে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবো।