• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায় অবরোধ সমর্থনে মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
মিছিল শেষে সড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। ছবি:সংগৃহীত 

বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিরোধী দলগুলোর ডাকা অবরোধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এলাকায় এটাই প্রথম মিছিল।

এর আগে বিরোধী দলগুলো তিন দফায় অবরোধ ও একদিন হরতাল পালন করলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাটে কোনো মিছিল বা পিকেটিং হয়নি।

সোমবার সকালে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল করেন।

মিছিল শেষে নেতাকর্মীরা সড়কে অবরোধ করেন।

এ সময় কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মনজু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত রহমান হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্যসচিব আবদুল বাসেত হিরন, বিএনপি নেতা কামরান চৌধুরী, পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর নবী বাবর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যা মোহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন, যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম ফরহাদ, কবিরহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ রিজন, সদস্যসচিব নুরুল ইসলাম শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ ও উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ