নাটোরে অপহরণের শিকার এক নারীকে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে নাটোর র্যাব ৫-এর সদস্যরা র্যাব ৬-এর সহযোগিতায় সাতক্ষীরার শ্রীরামপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অপহরণের মূল হোতা বিল্লাল হোসেনসহ (৩২) এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিল্লাল শ্রীরামপুর গ্রামের মানিক গাজীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, ভুক্তভোগী নারী গত ৬ নভেম্বর নাটোরে বাবার বাড়ি বেড়াতে আসেন। ১০ নভেম্বর প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তাঁর বাবা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিদের শনাক্তসহ অপহৃত নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র্যাব-৫। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে আসামি ও ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করে। রোববার রাতে র্যাব ৬-এর সহযোগিতায় র্যাব-৫ অভিযান চালিয়ে চক্রের হোতা বিল্লালকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে অপর নারীকে আটক করা হয়েছে। তাদের সদর থানায় হস্তান্তর করলে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।