• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রূপনগর এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সামনে সারাদিনের কাজ শেষে তাকওয়া পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে রেখে বাড়িতে চলে যান ওই গাড়ির চালক রাসেল মিয়া। ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৬ থেকে ৮ জন যুবক দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়। তবে গাড়িটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় মৌচাক ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান, ভোর সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ