ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার ১৫ অক্টোবর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক কল্যাণ সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম) ওই সম্মাননা প্রদান করেন।
ওসি মামুন অর রশিদ ভালুকা মডেল থানায় ২৪ মাসের কর্মকালে জেলায় মোট ১২ ও বিভাগে ৬ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।