উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের মৌসুমে ইরি-বোরো চাল ক্রয় এর (সংগ্রহ) আজ ১৫ অক্টোবর শেষ দিনে সরকারী লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ মেট্টিকটন বেশি সংগ্রহ হয়েছে। এবারে মোট ৮শ ৬২ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এদিকে উল্লাপাড়া খাদ্য বিভাগের তালিকাভুক্ত ১২ জন মিলার (চালকল মালিক) কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে স্থানীয় খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ ফারুক আলমগীর জানান। তিনি আরো জানান, গত ২রা মে থেকে উল্লাপাড়ায় ইরি-বোরো চাল সংগ্রহ শুরু হয়। প্রতি কেজি চাল ৩৪ টাকা দাম নির্ধারণ ছিল। এ চাল সংগ্রহে তিন দফা মেয়াদ বাড়ানো হয়। গত ৩১ আগষ্ট প্রথম দফার মেয়াদ শেষ হলে তা আরো ১ মাস বাড়ানো হয়। এর পর সবশেষ ৩য় দফায় ১৫ অক্টোবর পর্যন্ত তারিখ নির্ধারণ ছিল। এ সময়ের মধ্যে মোট ৮শ ৮৮ মেট্টিক টন চাল সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, উল্লাপাড়া খাদ্য বিভাগের তালিকাভুক্ত চালকল মালিক ৫৪ জনের মধ্যে ৪২ জন চাল সরবরাহ করতে চুক্তিবদ্ধ করেন। এরাই এ চাল স্থানীয় গুদামে সরবরাহ করেছেন। বাকী ১২ জন চুক্তিবদ্ধ না করায় খাদ্য বিভাগ থেকে এরা কালো তালিকাভুক্ত এবং আগামী তিন বছর এরা আরো কোন চুক্তি করতে পারবে না।