সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাবের অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসয়ী গ্রেফতার হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে র্যাব- ১২ ডিএডি আঃ কাদেরের নেতৃত্বে একটি টিম শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের হাট বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের আনসার আলীর পুত্র মাদব ব্যবসায়ী রেজাউল (২৫) ও এনায়েতপুর কেজির মোড় এলাকার মৃত সোহরাব আলী ব্যাপারীর পুত্র আলহাজ ব্যাপারী(৩০) কে ৪৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে রাত ১টায় গ্রেফতারকৃতদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।