• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

নওগাঁয় সড়কের পাশে রাখা ট্রাকে আগুন,

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের সামনের অংশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে রাখা একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দল প্রধান আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পশ্চিম পাশে দাঁড়িয়েছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। দুর্বৃত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশকিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান আশরাফুল ইসলাম।
মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র বলেন, আগুনে পুড়ে যাওয়া ট্রাকটির মালিক চকগৌরি এলাকার সাবের আলী নামে এক ব্যক্তির। ট্রাকটি হাট চৌকগৌরি বাজারের পশ্চিমে আমজাদ চেয়ারম্যানের চাল কলের সামনে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আমাদের ধারণা, অবরোধ সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটক করা হবে। কারা এ ঘটনার সাথে জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। নবম দফা অবরোধ কর্মসূচির আগের রাতে মহাদেবপুরে ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ