• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

বগুড়ায় খড়বোঝাই ট্রাকে আগুন,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত।

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার নয়মাইলে এ অগ্নিসংযোগ করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পথরোধ করে ট্রাকটির কেবিনের কাঁচ ভাঙচুর করে। পরে খড়ে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে ট্রাকচালক ও সহকারীর কোন ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের শনাক্তে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ