• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

কক্সবাজারে বাসচাপায় দুই শিশুর মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুই শিশু নিহত এবং এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হল- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার আব্দুর রহমান (৭) ও সাবা (৯)। তারা দুইজন উলুবনিয়া গ্রামের প্রবাসী নাছির উদ্দীনের সন্তান। আহত শিশু নুসরাত (৮) তাদের চাচাতো বোন ও আব্দুল গফুরের কন্যা।
স্থানীয়দের বরাতে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কিছু সংখ্যক শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় কক্সবাজারমুখি একটি বাসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার স্থানীয় মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এসময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ বিরুদ্ধ জনতাকে বুঝিয়ে শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান ইকবাল বাহার মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ