সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ৩৮নং নাসিরাবাদ লোকাল ট্রেনের ১৭২৯ নম্বর বগি থেকে লাশটি পাওয়া যায়। জিআরপি ও রেলের নিরাপত্তাকর্মীরা হাত-পায়ে ব্যান্ডেজ ও মুত্রনালিতে প্লাস্টিকের নল লাগানো অবস্থায় সিটের নিচে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায়।
জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়ার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’