চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুরের শিবপুর ঢাব পাড়ায় নতুন ভাবে গড়ে ওঠা পদ্মা নদীর ভাঙ্গন কবলিত ১৪৫ নং হড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভাবে নির্মানের লক্ষে ঢেউ টিন প্রদান করা হয়। গতকাল সোমবার বেলা ১২টায় নিজস্ব অর্থায়নে ঢেউটিন প্রদান করেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম। ঢেউটিন প্রদানের সময় জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, পদ্মা ভাঙ্গন কবলিত এই স্কুল টি পূননির্মানে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহোযোগীতার আশ্বাস দেন তাছাড়ও স্কুলটি পুননির্মাণে সরকারে সুদৃষ্টি কামনা করেন। ঢেউটিন প্রদান কালে স্কুলের প্রধান শিক্ষিকা মোসাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি, মোঃ হাসান আলী, কমেটির সদস্য, আলহাজ মোঃ নজরুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ জয়নাল আবেদিন ও স্কুলের অন্যান্য শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।