• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করছিলেন বিএনপি নেতারা। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা একদিক থেকে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের সরকারি মোবাইল ফোন নম্বরে কল দিলেও তারা রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ