উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বিকালে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় র্শীষক মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিকাল চার টায় এ অনুষ্ঠান হয়। এতে প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ও বক্তব্য রাখেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ-বিন-হাবিব, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা শিক্ষা অফিসার প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নতুন কমিটির সদস্যদের পরিচয় করে দেয়া হয়।