• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

কৃষকের ২ গরু চুরি, সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রামের সীমান্তঘেঁষা ফুলবাড়ী উপজেলার কৃষক আইয়ুব আলীর একমাত্র অবলম্বন হালের এক জোড়া গরু চুরি হয়েছে। বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়েও সন্ধান মেলেনি গরু দুটির। পরে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গরু দুটির সন্ধান চেয়ে স্ট্যাটাস দেন ওই কৃষকের কলেজপড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম (২০)।

কৃষক আইয়ুব আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকার আলহাজ মোক্তার আলীর ছেলে ।

আশরাফুল ইসলাম লিখেছেন— ‘আমাদের এই গরু দুটি আজ রাতে চোরেরা নিয়ে গেছে। স্থানীয় বাজারে সবাই একটু খোঁজ রাখবেন প্লিজ। যদি কোনো রকমে সন্ধান পাওয়া যায়। আমার মোবাইল নম্বরে দয়া করে জানাবেন।’

এর আগে গত সোমবার রাতে বাড়ির গোয়ালঘর থেকে গরু দুটি চুরি হয়ে যায়।

জানা গেছে, আইয়ুব আলী গরুর গাড়িতে করে কৃষিপণ্য পরিবহণের পাশাপাশি গরু দুটি দিয়ে হালচাষ করতেন।

এ বিষয়ে কৃষক আইয়ুব আলী বলেন, গরু হারিয়ে যাওয়ার পর আশপাশের সব বাজারে খোঁজ করেছি। কোথাও সন্ধান পাইনি। মনের দুঃখে থানায় যাইনি। গরু হারিয়েছে আমার, পুলিশ কী করবে!

আইয়ুব আলীর কলেজ পড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম বলেন, রাত ১১টার দিকেও দেখেছি গরু দুটি গোয়ালঘরে ছিল। মাঝরাত বা ভোররাতে গরু দুটি চুরি হয়েছে। মঙ্গলবার খোঁজাখুঁজি করে না পেয়ে ফেসবুকে গরু দুটির ছবি দিয়ে সন্ধান চেয়েছি। এই গরু দুটিই ছিল আমাদের পরিবারের আয়ের পথ।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মাহফুজার রহমান বাদল বলেন, আইয়ুব আলীর দুটি গরু চুরির ঘটনা সত্য। গরু দুটির দাম দুই লাখ টাকার ওপরে হবে। তারা আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা তা আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ