• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

বগুড়ায় শয়নকক্ষ থেকে ট্রাকচালকের রক্তাক্ত লাশ উদ্ধার,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

বগুড়ার শিবগঞ্জে রুবেল (২৮) নামে এক ট্রাক চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর কোনো এক সময়ে তাকে খুন করা হয়। পরে সকাল ৮টায় ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গত ১২ বছর আগে একই গ্রামের সুলতানের কন্যা শিমা বেগমকে বিয়ে করেন।

নিহত রুবেলের স্ত্রী সিমা বেগম(২৭) জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমার বাবার বাড়ি এসে খাবার খেয়ে গেছে। আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। রাত ১২টার দিকে উচ্চ আওয়াজে তার ঘরে সাউন্ড বক্সে গান বাজতে শুনেছি। বুধবার সকাল ৯টার দিকে ঘুম থেকে না ওঠায় বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরে গিয়ে দেখি তাকে হত্যা করা হয়েছে।

নিহত রুবেলের বড় ভাই রজ্জব আলী জানান, ভাইয়ের বাড়িতে রাতভর উচ্চস্বরে গান বেজেছিলো। সকালে তার মৃত্যুর খবর পান। তিনি দাবি করেন, রুবেলের স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, নিহতের পিঠে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল হত্যা করে লাশ শয়ন কক্ষে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ