• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ 

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সদর ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্বতন্ত্রপ্রার্থী শাহাজাদী আলম লিপি দাবী করে বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পনা মোতাবেক করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই গ্রামে মঙ্গলবার ভোর রাতে কে বা কারা নির্বাচনী অস্থায়ী অফিসে অগ্নি সংযোগ করে। ওই নির্বাচনী অফিসটি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা অফিস। গত ৪ দিন আগে সেখানে কাপড়ের পর্দা ঘেরা অফিস নির্মাণ করেন শাহাজাদী আলম লিপির কর্মী সমর্থকরা। ওই অফিসটিতেই দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনাটি ঘটায়। তবে অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে গিয়ে দেখা গেল, অফিসে ব্যবহার করা পর্দার কিছু অংশ পুড়ে গেছে। কেরোসিন তেল ঢেলে পর্দায় অগ্নি সংযোগ করা হয়। ঘটনার পরপরই সারিয়াকান্দি থানা পুলিশের কর্মকর্তারা ঘটনার স্থান পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাফি মন্ডল বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে আওয়ামী লীগের কোন নেতাকর্মী এ ঘটনা ঘটাতে পারে না। এ ব্যাপারে অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তরা অগ্নি সংযোগ ঘটে সটকে পড়ে। সেখান থেকে কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি

রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, এখনতো ভোটের প্রচারণা করা বেআইয়ানি অতএব আগেভাগেই অফিস করা ঠিক হয়নি। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি বলেন, আমি তো নির্বাচনী প্রচারণা করিনি কেবলমাত্র অফিস প্রস্তুত করা হচ্ছে মাত্র। তবে ৩ দিন আগে থেকেই সেখানকার অফিসটি পুড়িয়ে দেওয়ার হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। ঘটনাটি পূর্বপরিকল্পিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ