পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি: সারা দেশের ন্যায় বগুড়া সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলার পাবলিক মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, সারিয়াকান্দি থানা, উপজেলা আনসার ভিডিপি, সারিয়াকান্দি অফিসার্স ক্লাব, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা।
কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
এরপর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।