যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিল রুখে দিয়েছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কে পুলিশ মিছিলে ব্যারিকেড দেয়।
আওয়ামী লীগ সরকার, নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও তদারকি সরকারের দাবিতে দুপুরে জেলা বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। ভোলা ট্যাংক রোড হয়ে মিছিলটি মুজিব সড়ক দিয়ে যশোর কালেক্টরেট ভবনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে মুজিব সড়কে আইনজীবী সমিতি ভবনের সামনে পুলিশ মিছিলটি থামিয়ে দেয়।
পরে মিছিল ঘুরে সার্কিট হাউজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে বক্তৃতা করেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, সিপিবি সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিম উর রহমান, বাসদ নেতা হাচিনুর রহমান, মো. শাহজাহান প্রমুখ।