আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। এ সময় পুলিশকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তিনজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজারের গলি দিয়ে বিএনপির একটা মিছিল বের হয়। তারপর তারা বড়পোল এলাকায় এলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ মিছিল করেছে। পুলিশ আমাদের শান্তিপূর্ণ হরতাল পালনে বাধা দেয় এবং আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।
হরতালে ভোর থেকেই জেলার বিভিন্নস্থানে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা, আন্তঃজেলা বাসসহ হালকা কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। এ ছাড়া বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে। জেলাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোর থেকেই জেলার প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িতে করে টহল দিচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।