• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থনে এলাকাবাসী বিশাল আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মত বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ কারীদের গত ১৮ই ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বগুড়া-১ আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও মেধা গ্রুপের চেয়ারম্যান শাহাজাদী আলম লিপি তার প্রতিক পেয়েছেন তবলা মার্কা। তবলা মার্কায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (১৮ই ডিসেম্বর) বিকাল ২ টার সময় প্রতীক পাওয়ার পর তার অনুসারীরা বিভিন্ন এলাকা থেকে বিশাল আনন্দ মিছিল বের করে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার সামনে নেতা-কর্মী ও সমর্থকরা বের করেন আনন্দ মিছিল।

এসময় শাহাজাদী আলম লিপি বলেন গরীব-দুঃখী মানুষের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আসন্ন সংসদ নির্বাচনে আমার সাথে থেকে আপনার মূল্যবান ভোটটি আমাকে দিয়ে বিজয়ী করবেন।’
উল্লেখ্য, তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ