• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শফিনুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে শিবপুর ইউনিয়নের বাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিনুর বাগাউড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বড় ভাই রুবেল ও আব্দুর রহমান বন্ধু ছিলেন। গত শুক্রবার তাদের দুজনের মধ্যে কথা কাটির একপর্যায়ে মারামারি হয়। এরই জেরে রুবেলের ভাই শফিনুর রহমান জিজ্ঞাসার জন্য মঙ্গলবার রাতে ফয়জুর রহমানের বাড়িতে যায়। পরে ক্ষিপ্ত হয়ে ফয়জুর রহমান ও তার ভাই আব্দুর রহমান মিলে শফিনুরের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাত করলে শফিনুর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ