• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে চুরি হওয়া চার দিনের শিশু উদ্ধার,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ড থেকে চুরি হওয়া চার দিনের শিশুকে ফেনীর পরশুরাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এমন জঘন্য কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে চুরি হওয়া শিশুর স্বজনরা।

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন জানান, গেল ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিল লোহাগড়া উপজেলার আবু মোহাম্মদ নোমানের চার দিনের শিশু কন্যা। এর পর থেকে সেখানেই ওই শিশুর চিকিৎসা চলছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতালের নিয়মমতো ওই ওয়ার্ডের রোগীর স্বজনরা ওয়ার্ডের বাইরে অবস্থান করছিলেন। আর এই সময়ের মধ্যে ওই নবজাতককে নিয়ে কৌশলে পালিয়ে যায় এক নারী। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় স্বজনেরা।

খবর পাওয়ার পর শিশুটিকে উদ্ধার এবং আসামিদের ধরতে অভিযান শুরু করে পাঁচলাইশ থানা পুলিশ। পরে একইদিন রাতে ফেনীর পরশুরাম এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধারসহ দুই নারীকে আটক করে। আটকরা হলেন, ফেনীর পরশুরাম এলাকার মো. পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার এবং তার মা খারু আক্তার।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, এই ঘটনায় আটক নাছিমার কয়েকদিন আগে জমজ সন্তান হয়েছিল। এর মধ্যে একজন মারা যায়। অন্যশিশুর অবস্থাও খারাপ। সে কারণেই চার দিনের এই শিশুটি চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শিশুটি ফিরে পেয়ে দারুণ খুশি শিশুর স্বজনরা। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাঁদের। উদ্ধার হওয়া শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ