• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

নোয়াখালী-২: এমপি মোরশেদকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
ছবি ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীতে নৌকা প্রতীকের সভায় এমপি মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা অভিযুক্তকে আটক করে এলোপাতাড়ি মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে।

আটক ব্যক্তির নাম আলা উদ্দিন, তিনি উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

এদিকে এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, নির্বাচনী সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা এমপি মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এ সময় আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমাদম বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভার আয়োজন করা হয়। দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন।

সন্ধ্যার আগে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। এর আগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন।

বিকেল সাড়ে ৫টার দিকে সঞ্চালক একজনের নাম ঘোষণা করে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে আলা উদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের করেন। তবে জুতাটি সঞ্চালক জীবন চৌধুরীর হাতে লেগে। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা ওই যুবককে আটক করে সভাস্থলের একপাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

এ বিষয়ে সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ‘অভিযুক্ত যুবক আলা উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক আলা উদ্দিন কে বা কার সমর্থক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ