• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

দিনাজপুরে মেডিকেল কলেজে ডায়ালাইসিস বন্ধ, দুর্ভোগে রোগীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস সেবা বন্ধ করা হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করে। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দুর্ভোগের কথা তুলে ধরে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় ৫০ জন ডায়ালাইসিস রোগী জীবন বাঁচাতে হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামানের কার্যালয় ঘেরাও করে ডায়ালাইসিস চালুর দাবি জানান।

জানা যায়, দীর্ঘ ৪ মাস ধরে ডায়ালাইসিস সেবা ঠিকমত করা হচ্ছে না। সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র রোগীরা। অর্থের অভাবে তারা উপকরণ কিনতে না পারায় জীবনরক্ষায় তাদের রাস্তায় নমেছেন। এসময় কান্নজড়িত কণ্ঠে রোগী নয়ন চক্রবর্তী ও হামিদুর রহমান জানান, ডায়ালাইসিস করতে না পারায় জীবন সংকাটাপন্ন হয়ে পড়েছে। জীবন বাঁচাতে তারা বাহির থেকে রিএজেন্ট কিনে এনে ডায়ালাইসিস করার কথা জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে এ-বি ফ্লুইডসহ উপকরণ না থাকায় গত ৪ মাস ধরে ডায়ালাইসিস প্রায় বন্ধ। দরপত্রের জটিলতার কারণে উপকরণ সরবরাহ না থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। ২২ দিন ধরে ডায়ালাইসিস ইউনিটে কোনো ফ্লুইড না থাকায় একেবারের্ই বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান জানান, অনুদানের তহবিল থেকে জরুরিভাবে গুরুতর কয়েকজন রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে রোগীদের সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে এখন ১১০ জন রোগী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ