• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

এবার শাহজাহান ওমর বললেন আ’লীগ ছাড়া অন্যকোনো দল থাকতে পারবে না

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
বক্তব্য রাখছেন শাহজাহান ওমর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে প্রার্থী হওয়া সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, সে এলাকায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকতে পারবে না।

তিনি রোববার (৩১ ডিসেম্বর) তার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন।

তিনি এদিন উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের বাইপাস মোড়, জয়খালী শ্রীমন্তের হাওলা, চিংড়াখালী মিঞাজী দরবার শরীফ, আমরিবুনিয়া বাজার, হেতালবুনিয়া বাজার, বটতলা বাজার এবং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার, বানাই বাজার ও পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়ার বাজারে গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর উপস্থিত ভোটারদের কাছে বলেন, ‘এ অঞ্চলে আওয়ামী লীগ ছাড়া অন্যকোনো দল থাকতে পারবে না। এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই, এবারের নির্বাচন হবে কঠিন থেকে কঠিনতর।’

তিনি আরো বলেন, ‘যদি আমরা ৬০-৭০ ভাগ ভোট দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’ তাই নারী-পুরুষ সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: এমাদুল হক মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা: মো: আবদুল জলিল মিয়াজী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: বদিউজ্জামান বদু সিকদার প্রমুখ।

কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার ও চেচঁরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মো: হারুন অর রশীদ জমাদ্দারের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রোকন সিকদার ও চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমাম হোসেন বাবুলের সঞ্চালনায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ