• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে তবলা মার্কার নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতা দের ভিড়

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আব্দুল ওয়াহেদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -১ (সারিয়াকান্দি- সোনাতলা)আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির (তবলা মার্ক) নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী ইউনিয়নের গো-হাটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আনোয়ারুত তারিক মোহাম্মদ। সভায় উপজেলার প্রায় দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুই দিন আগে থেকেই শোনা যাচ্ছিল ফুলবাড়ী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকতে পারেন।
সভার স্থানে গিয়ে দেখা গেল, ইউপি চেয়ারম্যানগণ ছাড়াও পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও বেশ কিছু নেতাকর্মী সেখানে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, সোনাতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, সোনাতলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জোড়গাছা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন রুবেল, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সারিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহির উদ্দিন, ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুবেল উদ্দিন, নারচি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুলবাবু প্রমুখ তাছাড়াও সভায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপিও বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভার স্থানে গিয়ে দেখা যায় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদ ভারে ফুলবাড়ি গো-হাটি মাঠ নেতাকর্মী ভীড়ে গিজ গিজ করছিল।
সভায় যোগ দেওয়া বোহাইল ইউনিয়নের পরপর চারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা টুকুর সাথে কথা হয়। তিনি এ সময় বলেন, আমি ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ করি এখনো করি এমপি আব্দুল মান্নান সাহেব ভালো মানুষ ছিলেন কিন্তু বর্তমান এমপি সাহেব ভালো নন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঠিকমতো চেনেন না। কর্মীদের কিভাবে মূল্যায়ন করতে হবে সেটাও তিনি বোঝেনা। তিনি জামাত-শিবিদেরকে নিয়ে কাজ করছেন। কিভাবে আমরা এখন তার পক্ষে কাজ করব।

কামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা এখন নৌকার পক্ষে নেই। তিনি আমাদেরকে চেনেন না। এলাকার লোকের বিভিন্ন কাজ নিয়ে তার কাছে গিয়েছিলাম কিন্তু তিনি শুধু টাকাই চেনেন।

হাট শেরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এফাজ উদ্দিন বলেন, নেত্রী তো আমাদের বলেছেন, ডামি প্রার্থীর পক্ষে আপনারাও কাজ করতে পারবেন। আমরা তবলা মার্কার পক্ষে কাজ করছি তাতে সমস্যা কোথায়।
সভায় উল্লেখিত নেতাকর্মী ছাড়াও ২২ জন কর্মী সদস্য বক্তব্য রেখেছেন । তারা সবাই নৌকা মার্কা ছেড়ে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির তবলা মার্কাকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভার স্থানে গিয়ে জানা গেল ওই সভার আয়োজন করেছিলেন ছিলেন ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। এ ধরনের সভা আয়োজন করার জন্য আগত অনেক নেতাকর্মী মোহাম্মদকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ