• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ এনায়েতপুরে লিফলেট বিতরণকালে গ্রেফতার বিএনপি নেতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীহ

সিরাজগঞ্জ থেকে আসাদুল ইসলাম : ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে লিফলেট বিতরণকালে বিজয় আহমেদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
আটক বিজয় এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক। আজ সোমবার সকালে এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকায় কিছু বিএনপি নেতাকর্মী লিফলেট বিতরণ করছিল। এসময় অভিযান চালিয়ে বিজয় আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইতোপুর্বের নাশকতা মামলা ছিল। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ডামি নির্বাচন বর্জনে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ আলী ভুইয়ার নেতৃত্বে উপজেলা সদরের মুকুন্দগাতী বাজার, চালা ও শেরনগর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ