সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে ছয় মাসের মধ্যে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। এ মাসে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৯৯ বিলিয়ন বা ১৯৯ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস গত জুনে দেশে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। এরপর ডিসেম্বর মাসেই এল সর্বোচ্চ প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এর আগে নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৯৩ বিলিয়ন বা ১৯৩ কোটি ডলারের বেশি। সেই হিসাবে ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
গত অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৯৭ বিলিয়ন বা ১৯৭ কোটি ডলার।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে ১০ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।
সম্প্রতি বিশ্বব্যাংক ও নোমাডের এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের শেষে আনুষ্ঠানিক তথা বৈধ চ্যানেলে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশে প্রবাসী আয় আসে ১৯ দশমিক ৯২ বিলিয়ন বা ১ হাজার ৯৯২ কোটি ডলার। কিন্তু ডিসেম্বর মাসে দুই বিলিয়ন ডলারের কাছাকাছি প্রবাসী আয় আসার কারণে বিশ্বব্যাংকের ওই পূর্বাভাসে কিছুটা ঘাটতি থেকে গেল।
চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন মাস দেশে প্রবাসী আয়ের প্রবাহ কমে। তবে প্রবাসী আয়ে অতিরিক্ত প্রণোদনা দেওয়ার ফলে অক্টোবরে তা বেড়ে যায়। এরপর নভেম্বর মাসে প্রবাসী আয় সামান্য কমলেও ডিসেম্বরে আবার তা বাড়ল।