• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

নির্বাচিত হয়ে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চাই : শাহাজাদী আলম লিপি 

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ   বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী (তবলা) মার্কার ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও মেধা গ্রুপের চেয়ারম্যান শাহাজাদী আলম লিপি বলেছেন,‘আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।
অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করার জন্যই সংসদ নির্বাচন করছি। মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। শাহাজাদী লিপি বলেন, বগুড়া-১ আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও পথসভা করেছি।
বিভিন্নভাবে গরীব-দুঃখী মানুষের সেবা করে আসছি। আমার দীর্ঘ কয়েক বছরে আমি দান-খয়রাত করে পূর্ণাঙ্গ শান্তি পাইনি। তাই আরও বৃহৎ আকারে আপনাদের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে এসেছি। আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য বরাদ্দকৃত একটি টাকাও আমি বা আমার কেউ ভোগ করবে না।
আপনাদের বাজেট আপনাদের হাতেই তুলে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নির্বাচনে আমার সাথে থেকে আপনার মূল্যবান ভোটটি (তবলা মার্কায়) আমাকে দিয়ে বিজয়ী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ