পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার ও কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে সোমবার আনুমানিক সকাল ১১ টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে নিরীহ লোকজনের উপর হামলা চালায়। লাঠি-সোটা ও বাটামের হামলায় জামিল (৩৫), চায়ের দোকানদার মোহন(২৫), পানের দোকানদার শহীদুল ইসলাম (৪৫), কাঠমিস্ত্রি রেজাউল (৩৫), ও লেবু (৩২) গুরুতর আহত হন।
এছাড়াও অপর একটি হামলার ঘটনা ঘটেছে কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চর গ্রামে। গতরাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মারপিটে গুরুতর আহত হয়েছেন, সফিকুল প্রামানিক (৪০), এসময় সন্ত্রাসীরা ৩ টি দোকানেও হামলা চালিয়ে ভাংচুর করে। আহতরা সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সফিকুল ইসলাম ও টেংরাকুড়ার জাহিদুল ইসলাম বলেন, আহত ও হামলার শিকার দোকানিরা সাধারন মানুষ। তারা সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির (তবলা মার্কা) কর্মী-সমর্থক ছিলেন। এই কারনে তাদের উপর নৌকা মার্কার লোকজনেরা হামলা করেছিল।
রামচন্দ্রপুর বাজারে হামলার ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার চায়ের দোকানদার মোহন বলেন, ফুলবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল করিম নিপুর হুকুমে সন্ত্রাসী দলটি ওই হামলার ঘটনা ঘটায়।
তবে এবিষয়ে ফজলুল করিম নিপু বলেন, আমি সেসময় সেখানে ছিলাম না। সারিয়াকান্দিতে ছিলাম,পরে জানতে পারি এরকম ঘটনা ঘটেছে। তারপরেও আমার নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।