• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

বগুড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে এমরান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ট্রাকটির চালক। আহত হয়েছেন বাসচালক, তার সহকারী ও যাত্রীসহ আরও ১৫ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক এমরান নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) সঙ্গে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৩০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক এমরান ঘটনাস্থলেই প্রাণ হারান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায়কবলিত বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ