• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

টঙ্গীবাড়িতে নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য : আ’লীগ সভাপতির বিরুদ্ধে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করা এক নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাফিজ আল আসাদ বারেকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে মানহানি ও ভয়ভীতির অভিযোগে এ মামলা দায়ের করেন।

হাফিজ আল আসাদ বারেক টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের মরহুম হাসেম শেখের ছেলে।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস মামলাটি সিআইডিতে তদন্ত দিয়েছেন বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন অ্যাডভোকেট সোহানা তাহমিনা। ভোটের আগে ২৮ জানুয়ারি টঙ্গীবাড়ি উপজেলার মাদ্রা এলাকায় এক নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ জনসম্মুখে সোহান তাহমিনার বৈধ বিবাহের বিষয়ে প্রশ্নবিদ্ধসহ বিভিন্ন বিষয় উচ্চারণ করে হেয়পন্ন করে বিভিন্ন বক্তব্য দেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় রোববার আদালতের দ্বারস্থ হন অ্যাডভোকেট সোহানা তাহমিনা।

অ্যাডভোকেট সোহানা তাহমিনা বলেন, ‘আমি নারী প্রার্থী ছিলাম। আমাকে হেয়পন্ন করে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্য দিয়েছে। ফেসবুকে তা ভাইরাল হয়েছে। বিষয়টি নারী হিসেবে কষ্টদায়ক। আমি এর যথাযোগ্য বিচার চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ