গাইবান্ধা শহরের সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে আয়োজন করা হয় পিঠা উৎসব। আর এ অনুষ্ঠানে হরেক রকম পিঠার স্বাদ পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌরপার্কে ব্যতিক্রম আয়োজনটি করে ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় শীতের পিঠাপুলিতে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই।
জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপ-পরিচালক আশফিকা জাহান, সাধারণ সম্পাদক এসএম মামুন মিয়া, উপদেষ্টা জান্নাতুল উর্মি, উপদেষ্টা মাহাবুব হাসান রয়েল, রেজোয়ান সরকার, নাজিফা নিয়ন, মাহিদ সরকার, রুশী, রেজোয়ান আহম্মেদ রিজু, ওসমান, কারিমুন আক্তার, তৌহিদ সরকার, ইফতি, আসফিকুর রহমান আসিফ প্রমুখ।
গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, শীতে এলে প্রতিটি বাড়িতে তৈরী হয় হরেক রকম পিঠা। কিন্তু ছিন্নমূলের অনেকের সেটি খাওয়ার সামর্থ থাকে না। এদিকটা বিবেচনা করে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে আমাদের এ সামান্য আয়োজন।